Daily Sunshine

নওগাঁ সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই উদ্বোধন

Share

নওগাঁ প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নির্ভরযোগ্য হাইফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। জুম এ্যাপ্সের মাধ্যমে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল বারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, বিএমএর সভাপতি ডা. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ^জিৎ সরকার মনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নির্ভরযোগ্য হাইফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম আজকে চালু হলো। এরপর আরটিপিসিআর ল্যাবও চালু হবে। আর এর সবকিছুই হচ্ছে উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও সদয় দৃষ্টির কারণে। নওগাঁ জেলাসহ দেশের সার্বিক উন্ননের রোল মডেল হিসেবে কাজ করছেন তিনি। তার প্রতি আমিসহ গোটা নওগাঁবাসী কৃতজ্ঞ।
এদিকে চলতি মাসে উপজেলা পর্যায়ে প্রথম জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ভরযোগ্য হাইফ্লো অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এপ্রিল ৩০
০৫:২৬ ২০২১

আরও খবর