Daily Sunshine

গোমস্তাপুরে নতুন আরেকজনসহ শনাক্ত সাত

Share

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪০ বছর বয়সী এক যুবকের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তার রির্পোট পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেস্ট করে বোয়ালিয়া ইউনিয়নের ৩ জনসহ মোট ৭ জনের করোনা শনাক্ত করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলী জানান, মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ বছর বয়সী ওই ব্যক্তির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তার করোনা পজিটিভ রির্পোট পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে তার বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে গোমস্তাপুর উপজেলায় ৬ জন ও নাচোল উপজেলার ১ জন মোট ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এপ্রিল ২৮
০৪:৫৩ ২০২১

আরও খবর