Daily Sunshine

দুস্থদের মাঝে নিজ পুকুরের মাছ বিলালেন মাহাতাব

Share

স্টাফ রিপোর্টার: মানুষ মানুষের জন্য। একজন বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে আসা মানুষের ধর্ম। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। বিশ্বব্যাপী মহামারি করোনার প্রভাবে যখন মানুষ গৃহবন্দী আর অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বেঁচে থাকার জন্য করোনার পাশাপাশি ক্ষুধার সাথেও যুদ্ধ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এ দুঃসময়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজশাহী মহানগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী।
কখনো অর্থ, কখনো চাল দিয়ে করোনাকালিন সময় তিনি সবসময় মানুষের পাশে ছিলেন। এখন পবিত্র রমজান মাস চলছে। এ মাসে মানুষ রোজা রাখার জন্য সেহেরি খান। ওয়ার্ডের দুস্থ মানুষগুলো যাতে সুন্দরভাবে সেহেরি করতে পারে সে লক্ষে নিজ পুকুর থেকে প্রায় ৭ মণ মাছ ধরে এলাকাবাসির মধ্যে বিতরণ করেছেন কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী।
২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী জানান, তার নিজ পুকুরের মাছ ধরে তা এলাকার দুস্থ মানুষের মাঝে বিতরণ করছেন।
তিনি আরো জানান, করোনা পরিস্থিতির কারণে কঠোর বিধিনিষেধ চলছে। তাই মানুষের আয়ও কমেছে। দুস্থ মানুষের মুখে ভালো কিছু তুলে দেয়ার জন্য এ আয়োজন।

এপ্রিল ২৮
০৩:৩০ ২০২১

আরও খবর