Daily Sunshine

দুস্থদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রেখেছেন ডাবলু সরকার

Share

স্টাফ রিপোর্টার : দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে পুরো দেশ লকডাউনের মধ্যে রয়েছে। লকডাউনে অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন। সেই লক্ষ্যে মঙ্গলবার বিকাল ৬ টায় পবিত্র মাহে রমযানের ১৪ রোজায় নগরীর ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আসাম কলোনি বৌ বাজার এলাকায় পথচারী ও অসহায় রোজাদারদের মাঝে ৩০০ ইফতারি প্যাকেট বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, নগর আওয়ামী লীগের সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, নগর আওয়ামী লীগের সদস্য ইউনুস আলী, বাদশা শেখ, শাহমখদুম থানা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গোলাম মওলা বাবু, ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান নুরু, সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন কালাম, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, নগর যুবলীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান, সদস্য মনিরুজ্জামান মনির, ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নগর ছাত্রলীগের সাবেক নেতা আল আমিন, নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল হোসেন তরু প্রমুখ।

এপ্রিল ২৮
০৩:২৯ ২০২১

আরও খবর