Daily Sunshine

নওগাঁয় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত

Share

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ ব্যক্তির শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ জানিয়েছেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯২৮ জনে। আক্রান্তদের মধ্যে জেলায় এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৬৫ জন। মোট মৃতের সংখ্যা ৩২ জন।
এখন পর্যন্ত জেলায় সর্বমোট হোম কোয়ারেনটাইনে নেয়া হয় ২০ হাজার ৪৯২ জনকে এবং এ পর্যন্ত এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৫১৭ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৯৭৫ জন।

এপ্রিল ২৩
০৩:৩৫ ২০২১

আরও খবর