Daily Sunshine

বাগমারা প্রেসক্লাব সভাপতি আলতাফ করোনা আক্রান্ত

Share

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডল (৫৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজ বাড়িতে তিনি চিকিৎসা নিচ্ছেন। বাগমারার গণমাধ্যম কর্মীদের মধ্যে তিনিই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
মঙ্গলবার সকালে তিনি বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের নমুনা দেন। এরপর তিনি বাড়িতে ফিরে যান। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে জানানো হয় তার করোনা পজিটিভ রিপোর্ট। তাকে বাড়িতে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, আলতাফ হোসেনের করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে। তাকে কিছু ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। আপাতত বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খুব খারাপ নয়।

এপ্রিল ২১
০৩:৩৬ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]