Daily Sunshine

বাগমারায় ঢিলেঢালা লকডাউন, মাস্ক ছাড়াই চলাচল

Share

স্টাফ রিপোর্টার, বাগমারা: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের পঞ্চম দিনে রবিবার বাগমারার বিভিন্ন স্থানে ঢিলেঢালা লকডাউনের চিত্র লক্ষ করা গেছে। এ সময় লোকজনকে মাস্ক ছাড়াই ঘরের বাইরে বের হতে দেখা গেছে। দু’একজন বাদে অধিকাংশ লোকজনকে মাস্ক না পরায় এখানে চরম ঝুুকির মধ্যে পড়েছে করোনা সংক্রামণ।
রবিবার বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ভবানীগঞ্জ ও তাহেরপুর বাজার ঘুরে দেখা গেছে এখানকার অধিকাংশ দোকান খোলা। বাজারের নিত্য পণ্যের দোকান ছাড়াই এ সময় খোলা পাওয়া যায় বিভিন্ন কাপড়ের দোকান, কসমেট্রিক্স, জুতা স্যানডেলের দোকান সহ অন্যান্য দোকানপাটগুলো যথারীতি খোলা পাওয়া গেছে।
ভবানীগঞ্জ বাজারের ভবানীগঞ্জ নিউমার্কেটের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা করছিল। এ সময় বেলা সাড়ে বারোটার দিকে হটাৎ গুজব ছড়িয়ে পড়ে সেখানে সহকারি কমিশনার (ভূমি) অভিযান চালাতে আসছে। গুজবে ব্যবসায়ীদের মাঝে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা তাড়াহুড়া করে তাদের দোকানের সাটারিং দরজা বন্ধ করে নিউমার্কেটের সামনে জড় হয়।
কিছুক্ষণ পর এসি ল্যান্ডের গাড়ী নিউমার্কেটের সামনে দিয়ে উপজেলা পরিষদের দিকে চলে চলে গেলে ব্যবসায়ীরা স্বস্তির নিশ্বাস ফেলে আবার দোকানপাট খোলা শুরু করে।
নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, আমরা পেটের দায়ে বাধ্য হয়েছি এভাবে দোকানপাট খোলা রাখতে। কারণ কর্মচারীর বেতন দোকান ভাড়া ও বিদ্যুত বিল পরিশোধ করতে আমরা খুবই বেকায়দায় পড়েছি। এখন ব্যবসা টিকিয়ে রাখাটাই মুসকিল হয়ে পড়েছে।

এপ্রিল ১৯
০৩:৪৯ ২০২১

আরও খবর