Daily Sunshine

আবারো ইফতার নিয়ে মানুষের কাছে ‘আমরা নতুন প্রজন্ম ’

Share

স্টাফ রিপোর্টার : প্রতি রমজানেই গরীব, দুস্থ ও পথে চলাচলকারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে থাকেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। একযুগ ধরে রমজান মাসজুড়ে নিজের অর্থে ইফতার বিতরণ করে আসছেন তিনি।
করোনারকালের লকডাউনেও থেমে থাকেনি তার এই মহতি উদ্যোগ। গত বছরের মত এবারও লকডাউনের কারণে তিনি গরীব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ইফতার সামগ্রী। এছাড়াও জরুরী প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের হাতেও ইফতারি তুলে দিচ্ছেন এই মানবিক সমাজসেবক। ‘আমরা নতুন প্রজন্ম’ নামের নিজের গড়ে তোলা সংগঠনের ব্যানারে ইফতার বিতরণ করেন আজিজুল আলম বেন্টু।
বুধবার রমজানের প্রথম রোজা থেকেই রাজশাহী মহানগরীর হড়গ্রামের দুস্থ পরিবার ও কোর্ট স্টেশন মোড় হয়ে মহাসড়ক পথে চলাচলকারী পথচারী ও ভাসমান মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন তিনি।
আজিজুল আলম বেন্টুর এই ইফতার বিতরণ কর্মসূচি রাজশাহীতে মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে। এতে খুশি এলাকার দুস্থ অসহায় ও পথচারিরা। এই মানবিক উদ্যোগ মডেল হিসেবে নিয়ে দুস্থ, গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সাধারণ মানুষ।

এপ্রিল ১৬
০৩:১৮ ২০২১

আরও খবর