Daily Sunshine

রাবির জিয়াউর রহমান হলে নতুন প্রাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

Share

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এসময় হলের আবাসিক শিক্ষকগণ, অন্যান্য হল প্রাধ্যক্ষবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
দায়িত্বগ্রহণের পর দুপুর দেড়টায় তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ড. সুজন সেন বলেন, আমি সবসময় শিক্ষার্থীবান্ধব হয়ে কাজ করতে চাই। সবসময় চেষ্টা করব হলের শিক্ষার্র্থীদের পাশে থাকার। পাশাপাশি আমি জিয়া হলকে মডেল হলে পরিণত করতে চাই। যাতে শিক্ষার্থীরা সহজেই সকল সুবিধা পায়। এসময় তিনি বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে হলে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করবেন বলে জানান।
এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক আদেশে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ড. সুজন সেনকে শহীদ জিয়াউর রহমান হলে প্রাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। পূর্বে এই হলটিতে প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন অধ্যাপক রেজাউল করিম বকসি।

এপ্রিল ১৪
০৩:২১ ২০২১

আরও খবর