Daily Sunshine

রাসিক মেয়রের সাথে ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন (অতিরিক্ত সচিব)। মঙ্গলবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এরপর উন্নয়ন কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা।
সাক্ষাৎকালে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকীর হোসেন রাসিক মেয়রের সহযোগিতা কামনা করেন। এ সময় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানান ও সহযোগিতার আশ^াস প্রদান করেন।
সাক্ষাৎকালে রাজশাহী ওয়াসার সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম তুহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এপ্রিল ১৪
০৩:১৯ ২০২১

আরও খবর