Daily Sunshine

রাজশাহীর এসপি করোনায় আক্রান্ত

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১২ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হলে তাঁর করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। তাই বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন। এরপর রামেকের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভ থাকার বিষয়টি জেনে বাসায় আইসোলেশনে চলে গেছেন এসপি মাসুদ হোসেন। তাঁর শারীরিক অবস্থা ভাল আছে বলেই জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

এপ্রিল ১৪
০৩:১১ ২০২১

আরও খবর