Daily Sunshine

লকডাউনে শ্রমজীবি মানুষের জন্য খাদ্য নিশ্চয়তার দাবীতে নাটোরে মানববন্ধন

Share

স্টাফ রিপোর্টার, নাটোর: লক ডাউনে শ্রমজীবি ও দরিদ্র মানুষের এক মাসের খাদ্য নিশ্চয়তা ও নগদ প্রনোদনা প্রদানের দাবীতে নাটোরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার সকালে শহরের প্রেসক্লাব এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সাহিত্যিক, নাট্যকর্মি ও বামজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বলেন, শ্রমজীবি মানুষের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে না পারলে লকডাউন সফল করা সম্ভব নয়। পেটে খাবার না থাকলে মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তাই লকডাউন সফল করতে শুধু ঘোষণা নয়, এর আগেই গ্রামের ও শহরের শ্রমজীবি এবং দরিদ্রদের একমাসের খাদ্য প্রদান ও নগদ ৫ হাজার টাকা প্রদান করার দাবী জানান।
এছাড়া রমজানের আগে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধসহ, সকল নাগরিককে করোনার টিকা ও চিকিৎসা বিনামূল্যে প্রদান এবং সরকারী উদ্যোগে প্রতিদিন একলাখ মানুষের করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহন করার দাবী করেন বক্তারা। এতে বক্তব্য রাখেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক দেবাশীষ রায়, সাহিত্যিক খালিদ বিন বাচ্চু, সাজিদ আলী ঝর্ণা, মাহবুবুর রহমানসহ অন্যরা।

এপ্রিল ১৩
০৬:০৭ ২০২১

আরও খবর