Daily Sunshine

করোনার দ্বিতীয় ঢেউয়ে পুঠিয়া একজন আক্রান্ত

Share

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় করোনার দ্বিতীয় ঢেউয়ে ইনছার আলী (৫৫) নামের এক করোনা রোগী সনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ইনছার আলী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত আছেন।
তিনি উপজেলা পৌরসভার ৪ নং কৃষ্ণপুর ওয়ার্ডের মৃত আব্দুল কাদেরের ছেলে। পুঠিয়া উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ল্যাব টেকনিশিয়ান ইনছার আলী গত সপ্তাহে সর্দি, জ্বরে ও কাশিতে আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন।
গত ৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনা টেস্টের জন্য নমুনা দেন। শনিবার তার করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে থাকবেন।
তিনি জানান, আগামি দু-এক দিনের মধ্যে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করা জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এপ্রিল ১২
০৬:৪৮ ২০২১

আরও খবর