Daily Sunshine

সান্তাহারে নির্বিঘ্নে সম্পন্ন হলো একটি বাল্য বিয়ে

Share

আদমদীঘি প্রতিনিধি: বাল্যবিয়ের বিরুদ্ধে সরকারিভাবে কঠোর নির্দেশ থাকলেও প্রশাসনসহ সংশ্লিষ্টদের অবহেলা ও উদাসীনতার কারণে বগুড়ার আদমদীঘিতে একটি বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ জানানোর পরও ওই বিয়ে বন্ধে কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসনসহ সংশ্লিষ্টরা। বরং তাদের উদাসীনতা আর গাফিলতির সুযোগ নিয়ে গত শুক্রবার দুপুরে তড়িঘড়ি করে এক ছাত্রীর বিয়ে সম্পন্ন করেছে মেয়ে ও ছেলের পরিবার।
স্থানীয়রা জানান, উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের আব্দুল লতিফের নাবালিকা মেয়ে ও দশম শ্রেণির ছাত্রী সুরভীর সাথে একই ইউনিয়নের প্রসাদ খালী গ্রামের খোকন সরদারের ছেলে সবুজ হোসেন সেতুর বাল্য বিয়ে সম্পন্ন করার চেষ্টা করছিল উভয় পরিবার। বিষয়টি সচেতনমহলসহ কিছু গণমাধ্যমকর্মী জানতে পেরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলেও প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে দশম শ্রেণির ছাত্রী এখন বধূবেশে স্বামীর ঘরে সংসার জীবন যাপন করছেন।
সরজমিনে স্কুল ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরভীর উৎরাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন তালিকায় জন্ম তারিখ দেওয়া আছে ৩০ আগস্ট ২০০৪ সাল। এতে তার বর্তমান বয়স ১৬ বছর ৭ মাস। তাই বাল্যবিয়ে বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বিয়ের যাবতীয় কাজ তড়িঘড়ি করে তাকে শ্বশুড়বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিনের সাথে এ নিয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি। পরে থানার উপ-পরিদর্শক সামছুল আলমকে জানানো হলে দিন পেরিয়ে রাত হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন বলেন, বিয়ের সঠিকতা যাচাই অন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক টুলুর সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এপ্রিল ১২
০৬:৪৫ ২০২১

আরও খবর