Daily Sunshine

চাঁপাইনবাবগঞ্জ সাহিত্য পরিষদ শাখার দায়িত্ব হস্তান্তর

Share

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে জাতীয় সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু।
বক্তব্য রাখেন, উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক শাহআলম, কবি সাইফুল মতিন, রংপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাইল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জাতীয় সাহিত্য পরিষদের সাবেক সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান, গৌরি চন্দ্র সিতু, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, কবি আখতারুজ্জামান মন্টু, নতুন কমিটির অর্থ সম্পাদক শেফালী খাতুনসহ সাহিত্য পরিষদের সদস্যরা। আলোচনা শেষে সাবেক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান, নতুন কমিটির সম্পাদক আমিনুুল ইসলাম তন্ময়ের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

এপ্রিল ১২
০৬:৩৪ ২০২১

আরও খবর