Daily Sunshine

সোনামসজিদে আমদানি-রপ্তানি নিয়ে দুদেশীয় মতবিনিময়

Share

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপের বিভিন্ন বাণিজ্যিক সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার এসোসিয়েশন ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।
মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি ফজলুর হক, সাধারণ সম্পাদক প্রসঞ্জিত ঘোষ, যুগ্ম-সম্পাদক সঞ্জিব ঘোষ, কার্যনির্বাহী সদস্য মাসুদুন নবী মাসুদ, যুগ্ম-সম্পাদক কামাল আহমেদুজ্জোহা, কার্যনির্বাহী সদস্য দিলীপ কুমার মন্ডল, ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম ও মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভূপতি মন্ডল।
অপরদিকে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু, সহ-সাধারণ সম্পাদক যুবরাজ আলম মানিক, কোষাধ্যক্ষ মুামুনুর রশিদ, দপ্তর সম্পাদক নূর আমিন, উপদেষ্টা একরামুল হক, আলমগীর মমিন, হাইয়ুল হক, খাইরুল ইসলাম ও সাহাবুদ্দিন। সভায় উভয় দেশের পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরণের সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়।
এছাড়াও স্ব-স্ব দেশের আমদানি-রপ্তানির গতিশীলতা বাড়ানোর লক্ষে গুরুত্বারোপ করা হয়। এদিকে করোনা সংক্রমণ উপেক্ষা করেও দুদেশের আমদানি-রপ্তানিকারকরা আলোচনায় বসেন। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে সমালোচনা করেছেন স্থানীয় সচেতন মহল। মতবিনিময় সভার কারণে প্রায় দেড় ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

এপ্রিল ১১
০৬:২৬ ২০২১

আরও খবর