Daily Sunshine

নতুন ৩ মুখ, লঙ্কা অভিযানে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Share

স্পোর্টস ডেস্ক: শেষ ৭ টেস্টের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। যার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে হার নিয়ে এখনও ব্যাপক সমালোচনা চলে ক্রিকেটভক্তদের মধ্যে। সবশেষ ঘরের মাটিতে অপেক্ষাকৃত খর্ব শক্তির দল উইন্ডিজের বিপক্ষেও টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় ডুবেছে বাংলাদেশ।
এবার বুঝি সব হিসাব চুকানোর পালা। আর সে লক্ষ্যেই দলে নতুন ৩ মুখ নিয়ে আসন্ন লঙ্কা অভিযানের জন্য ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১২ এপ্রিল দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়বে মুমিনুল হকের দল। প্রথমবার বাংলাদেশ জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তিন তরুণ ক্রিকেটার। তারা হলেন- শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহীদুল ইসলাম। তিনজনই পেসার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অফস্পিন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।
শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

এপ্রিল ১০
০৬:৩১ ২০২১

আরও খবর