Daily Sunshine

মান্দায় দুলাভাইকে কুপিয়ে জখম করলো শ্যালক

Share

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে সন্ত্রাসী কায়দায় দুলাভাই আক্তার হোসেনকে (৩২) হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আক্তার হোসেন উত্তর শ্রীরামপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, জামাই আক্তার হোসেনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা শ্বশুর রসুল প্রামানিক ও শ্যালক সাগর হোসেনের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে শ্যালক সাগরের সঙ্গে মোবাইলফোনে আক্তার হোসেনের কথা কাটাকাটি হয়। এসময় আক্তার হোসেনকে দেখে নেওয়ারও হুমকি দেন শ্যালক সাগর। এর কিছু পর বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এলে সাগর ও তার বাবা রসুল প্রামানিক হাঁসুয়া নিয়ে আক্তার হোসেনকে ধাওয়া করে।
স্থানীয়রা আরও জানান, এক সময় আক্তার হোসেনকে রাস্তায় ধরে শ্যালক সাগর ও শ্বশুর রসুল প্রামানিক হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে আক্তার হোসেনের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত আক্তার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি। এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এপ্রিল ০৯
০৫:০৭ ২০২১

আরও খবর