স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: ২০১৯-২০ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরের বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুরে নতুন অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য অলিদ ইসলাম, জিন্নুর রহমানসহ বীরমুক্তিযোদ্ধারা।
ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, করোনাকালে ইউনিয়নবাসীর কথা চিন্তা করে জনগণের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উন্নতমানের একটি অ্যাম্বুলেন্স ক্রয় করা হয়। যা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
করোনাকালে শিবগঞ্জে নতুন অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর
এপ্রিল ০৯
০৫:০২
২০২১