Daily Sunshine

জয়পুরহাটে লকডাউনেও জমজমাট পশুর হাট

Share

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: করোনা পরিস্থিতির সংক্রমণ সামাল দিতে গত সোমবার থেকে আগামী এক সপ্তাহ গণপরিবহন বন্ধের পাশাপাশি বাজার, মার্কেট, হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সব ধরনের গণপরিবহন এবং শপিংমল বন্ধ থাকার কথা আছে, তেমনি সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত জরুরী ছাড়া বাড়ির বাহিরে যেতে নিষেধ আছে। তবে কাঁচামালের বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচার কথা বলা হয়েছে।
তবে স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাবেচার কথা বলা হলেও সরকারের এই বিধি নিষেধকে অমাণ্য করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একমাত্র পশুরহাটে লোক সমাগম ও ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখাগেছে। সেই সাথে মাস্ক না পড়েও বাজারে দেখাগেছে অনককেই । সেই সাথে মানা হচ্ছেনা নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি। দেখে বোঝার উপায় নেই করোনা আজও বাড়ছে।
হাটে আসা ক্রেতা-বিক্রেতার হাতে মাস্ক থাকলেও মুখে নেই অনেকের। ব্যবহার করা হচ্ছেনা জীবাণুনাশক কোন ¯েপ্র। হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে ৬ ফিট দূরত্ব বজায় রেখে পশু কেনাবেচার কথা লেখাযুক্ত একটি ব্যানার হাটের প্রবেশদ্বারে টানানো থাকলেও তা মানছেননা কেউ।
পাঁচবিবির প্রাচিনতম এ পশুর হাটে বিরামপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, পলাশবাড়ী, রানীগঞ্জ, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট, নওগাঁ ও বদলগাছীসহ উত্তরের প্রায় ১০ থেকে ১৫টি জেলা-উপজেলার কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা ও খামারিদের গণজামায়েত ঘটে। করোনা পরিস্থিতির অবনতি ও লকডাউনের মধ্যেও পাঁচবিবিতে পুশুর হাট এমন যমজমাট দেখে আতংকিত সাধারণ মানুষ।
এছাড়াও শহরের বেশকিছু দোকানপাট সকালের দিকে খোলা দেখা গেছে। হাট পরিচালনা কমটির সভাপতি আব্দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে পশু কেনাবেচা হচ্ছে।

এপ্রিল ০৮
০৭:৩৮ ২০২১

আরও খবর

Subcribe Youtube Channel

বিশেষ সংবাদ

এমপি ফারুক চৌধুরী মাতার দাফন সম্পন্ন

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর মা মঞ্জুুরা বেগম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। দুুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ লাল মোহাম্মাদ ঈদগাহ মাঠে নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যানাজা পড়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

টিকা কার্ড নিয়ে যাতায়াত করা যাবে

টিকা কার্ড নিয়ে যাতায়াত করা যাবে

করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এ সময়ে টিকা কার্ড নিয়ে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে বলে জানানো হয়েছে। সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন

বিস্তারিত