স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় এক যুবককে আটক করেছে রাজশাহী দামকুড়া থানা পুলিশ। এ ব্যপারে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান বাদল দামকুড়া থানায় একটি মামলা করেন।
মঙ্গলবার পবা উপজেলার হরিপুর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ কবির (২৩) দামকুড়া থানার সোনাইকান্দির মৃত সাদেক আলীর ছেলে। মামলার বাদি সাইদুর রহমান বাদল বলেন, হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজুল আবেদীন নান্নুর কাছে বিষয়টি জানতে পারি। সে আমাকে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে। শুধু তাই নয়, ছবিগুলোতে পশুর অবয়ব দেয়া হয়েছে। অভিযুক্ত ফিরোজ কবিরকে জিজ্ঞাসা করলে সেও স্বীকার করে এগুলো তার এবং সে প্রচার ও প্রকাশ করে।
এই প্রসঙ্গে দামকুড়া থানা ওসি বলেন, গত ২ এপ্রিল ফিরোজ কবির তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে তাঁদের ছবি প্রকাশ করে। এ বিষয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ফেসবুকে শেখ হাসিনা ও মোদিকে নিয়ে কটূক্তি, রাজশাহীতে যুবক আটক
এপ্রিল ০৭
০৬:২৭
২০২১