বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রতিহিংসা:বশত রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী। এরআগে সোমবার ভোর রাতের দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে বাবুল হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাবুল হোসেন তার ৩ বিঘা জলকরের পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। সোমবার ভোর রাতের দিকে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইতোপূর্বেও একইভাবে তার পুুকুরের মাছ নিধনসহ কয়েকশ’ মেহগনি ও আম গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, দশ লাখ টাকার ক্ষতি
এপ্রিল ০৭
০৬:২৭
২০২১