স্টাফ রিপোর্টার, বাগমারা: ভবানীগঞ্জের হলপট্টির মাছ ব্যবসায়ীর খোয়া যাওয়া ৮ লক্ষ টাকা উদ্ধার করলো পুলিশ। সোমবার বিকেলে মাছ ব্যবসায়ী আড়ৎদার রমজান আলী তার অফিস রুমের ড্রয়ারে ৮ লক্ষ টাকা রেখে পাশের একটি চা স্টলে চা খেতে বসেন।
এ সুযোগে হলপট্টির হোটেল ব্যবসায়ী কুলিমুদ্দিনের মাদকাসক্ত ছেলে মামুন (২৪) রমজান আলীর অফিস রুমে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙ্গে ৮ লক্ষ টাকা নিয়ে সটকে পড়েন। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ সঙ্গীর ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছায়।
এ সময় মামুনের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় ব্যবসায়ীরা তা পুলিশকে জানালে পুলিশ মামুনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে মামুন টাকা চুরির কথা স্বীকার করে ওইদিন রাত একটার সময় পুলিশসহ বাড়িতে এসে একটি পরিত্যক্ত পায়খানার হাউজ থেকে টাকাগুলো বের করে দেয়।
এ ঘটনায় ব্যবসায়ী রমজান আলী বাদী হয়ে মামুনকে আসামী করে একটি মামলা দায়ের করলে মঙ্গলবার চোর মামুনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোস্তাক আহম্মেদ।
ভবানীগঞ্জে ব্যবসায়ীর আট লাখ টাকা অবশেষে উদ্ধার
এপ্রিল ০৭
০৬:২৬
২০২১