স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে করোনাভাইরাস সংক্রমোণ রোধে লক ডাউনের দ্বিতীয় দফার প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে পরিচালনার করেছে।
করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে সরকার দ্বিতীয় দফায় সোমবার সকাল এক সপ্তাহের লকডাউন ঘোষনা করেন। লকডাউনে জরুরী ওষুধের দোকান ব্যাতীত নিত্য প্রয়োজনীয় সকল ধরনের দোকানপাট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়।
লকডাউনের প্রথম দিনে সোমবার সরকারী নির্দেশন অমান্য করে বিকেল ৪টার পরেও দোকানপাট খোলা রাখায় দুর্গাপুর উপজেলা সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ বিভিন্ন দোকান মালিকদের বিভিন্ন অংকের অর্থদন্ড করেন। করোনাভাইরাসের সংক্রোমন থেকে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে প্রশাসনের এমন ভূমিকায় খুশি বিভিন্ন পেশাজীবি মানুষ।
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এপ্রিল ০৬
০৫:৫৬
২০২১