পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় নজিপুর জীবন বীমা কর্পোরেশন লিঃ (৮১২) শাখার আয়োজনে মরনোত্তর চেক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার নজিপুর জীবন বীমা কর্পোরেশন লিঃ (৮১২) শাখার বাসস্ট্যান্ড কার্যালয়ে জীবন বীমা কর্পোরেশন নজিপুর শাখার ব্যবস্থাপক ইব্রাহিম হোসেন মাসুমের সভাপতিত্বে মরনোত্তর চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক প্রদান করেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার।
এসময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নজিপুর পৌরসভার কাউন্সিলর সূর্যকান্ত। অন্যদের মধ্যে ছিলেন জীবন বীমা কর্পোরেশন নজিপুর শাখার উন্নয়ন অফিসার সোহানুর রহমান সোহান, আরিফুল হক, নূর জাহান নূপুর।
মৃত শক্তিনাথ প্রমানিক মৃত্যুর আগে বীমার একটি মাত্র প্রিমিয়াম ২৪ হাজার ৫৭২ টাকা জমা দিয়ে মৃত্যু বরণ করলে জীবন বীমা কর্পোরেশন লিঃ পক্ষ থেকে তার স্ত্রীকে পুরো প্রিমিয়ামের টাকা প্রদান করা হয়।
নজিপুর জীবন বীমা কর্পোরেশনের মরনোত্তার চেক প্রদান
এপ্রিল ০৬
০৫:৪২
২০২১