স্পোর্টস ডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে সাত দিনের লকডাউন। লক ডাউন শেষ হবার পরদিন বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি রয়েছে। সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দেশের বাইরে সিরিজ হওয়ায় কোনো শঙ্কা নেই বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন। তবে ক্রিকেট দলের ভ্রমণের জন্য সরকার আলাদা কোনো নির্দেশনা দেবে কিনা সেটা জানতে অপেক্ষা করছে বিসিবি।
নিউ জিল্যান্ড সফর শেষ করে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। ক্রিকেটাররা এখন রয়েছেন কোয়ারেন্টাইনে। দুই একদিনের ভেতরেই তাদের করোনা পরীক্ষা করানো হবে।মহামারীকালে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় সফর। বোর্ডের প্রধান নির্বাহীর প্রত্যাশা, সফর নিয়ে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ দলের আগামী ১২ এপ্রিল দ্বীপরাষ্ট্রে যাওয়ার কথা। দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।
রোববার সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী রাইজিংবিডিকে বলেন, ‘শ্রীলঙ্কা সফরের এখনো ঠিকভাবেই আছে। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। সরকার লকডাউন ঘোষণা করছে বিবেচনা করলেও এই মুহূর্তে সফর অনিশ্চিত আমি এমনটা বলতে পারছি না। আমরা প্রয়োজনে ক্রিকেটার, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলবো। দেশের সার্বিক পরিস্থিতিটা আমরা দেখি। এরপর ভালো সিদ্ধান্তটা আমরা গ্রহণ করবো। এছাড়া আন্তর্জাতিক সফরের কোনো নির্দেশনা আছে কিনা সেটাও আমাদের জানতে হবে। আমরা অপেক্ষা করবো।’
গত বছর এ সফর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে হয়নি। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা আমন্ত্রণ জানালেও বাংলাদেশ কঠোর কোয়ারেন্টাইনের নিয়মে সফরে যেতে আগ্রহ দেখায়নি। শ্রীলঙ্কায় বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জিতে। ম্যাচটিও ছিল বাংলাদেশের শততম টেস্ট।
এখনই শ্রীলঙ্কা সফর নিয়ে চিন্তিত নয় বিসিবি
এপ্রিল ০৫
০৬:৪৭
২০২১