প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী সংস্থা গ্রীন টার্চ-এর উদ্যোগে রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে শনিবার সকালে নগরীর কলাবাগান এলাকায় সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আফরোজা বেগম বাণিজ্যিক বিদ্যালয়ের অধ্যক্ষ শফিউর রহমানের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারী সংস্থা গ্রীন টার্চের পৃষ্টপোষক হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালাল উদ্দিন, ক্যাবের সেক্রেটারি গোলাম মোস্তফা মামুন, সেভ দি ন্যাচার এন্ড লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, রাবির ভ্যাটেনারী এন্ড এনিমেল সাইন্স বিভাগের ড. হেমায়েতুল ইসলাম আরিফ, সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহমুদুল আলম মাসুদ, সচেতন নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নারী উদ্যোক্তা শামিমা যুথি ও আরটিভির ক্যামেরাম্যান আবিদ হাসান সানু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, গ্রীন টার্চের সদস্য সচিব ড. হেলেনা বুলবুল। অনুষ্ঠানে ৩০জন সুবিধা বঞ্চিত শিশু ও কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী ও উন্নত খাবার বিতরণ করা হয়।
রাজশাহীতে গ্রীন টার্চের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
এপ্রিল ০৪
০৬:১০
২০২১