স্টাফ রিপোর্চার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (১৭) ও নাচোলের রাজবাড়ির হাটে ফ্যানের সাথে লাইলোন দড়ি লাগিয়ে রতন খলকো (৪২) নামে দুজন আত্মহত্যা করেছে। সোমবার রাতে তারা নিজ নিজ বাড়িতে আত্মহত্যা করে।
জানা যায়, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আকন্দবাড়ীয়া এলাকার সেলিম রেজার মেয়ে সাদিয়া (১৭) সোমবার দিবাগত গভীররাতে তার নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ মৃত ব্যক্তির বাড়ি এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ওসি মোজাফফর হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি তার পরিবারের বরাত দিয়ে আরোও জানান সাদিয়া (১৭) মানসিক সমস্যায় ভূগছিল বলে পরিবার দাবী করেছে।
অন্যদিকে, নাচোল ইউনিয়নের রাজবাড়ী এলাকার সখিন খালেকোর ছেলে রতন খালেকো (৪২) সোমবার দিবাগত রাতে নিজ ঘরের ফ্যানের সাথে লাইলোনের দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে।
নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সকল আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরোও জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন।
চাঁ’নবাবগঞ্জে একরাতে দুই জনের আত্মহত্যা
এপ্রিল ০৩
০৫:৪০
২০২১