স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় ইয়াবাসহ সুনীল সরকার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামের বিশু সরকারের ছেলে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে পুঠিয়া থানাধীন কান্দ্রা চুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক এএসপি মাসুদ রানার নেতৃত্বে বৃহস্পতিবার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কান্দ্রা চুনিপাড়া গ্রামের একটি ফার্মেসীর সামনে থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুনীল সরকারকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করে।
পুঠিয়ায় ইয়াবাসাহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এপ্রিল ০২
০৪:৫৯
২০২১