স্টাফ রিপোর্টার: মহানগরীতে ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার বায়া বৈরাগীপাড়া গ্রাম হতে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে ৬ (ছয়) প্যাকেট তাস ও নগদ ৬ হাজার ৮৪০ টাকাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়াপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে সুজন (৩৩), আব্দুল মজিদের ছেলে মিন্টু (২৪), আব্দুর রহমানের ছেলে মহিদুল ইসলাম (৩৮), বায়া পালপাড়া গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে জিয়াউর রহমান (৩২), বায়া ভোলাবাড়ী গ্রামের ওবায়দুল শাহের ছেলে রেফাউল ইসলাম (২৫), শাহমখদুম থানার পবা নতুন পাড়া গ্রামের মৃত জমির মাঝির ছেলে মোঃ মিলন শেখ (৩৭) ও খোয়াজ উদ্দিনের ছেলে স্বপন (৩০)। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহীতে ৭ জুয়াড়ি গ্রেপ্তার
এপ্রিল ০১
০৬:২৪
২০২১