লালপুর প্রতিনিধি: মঙ্গলবার নাটোরের লালপুরে ঐতিহাসিক ময়না যুদ্ধ দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৩০ মার্চ নাটোরের লালপুর উপজেলার ময়না গ্রামে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সম্মুখ যুদ্ধে সাঁওতাল তীরন্দাজসহ ৪০জন বাঙ্গালি শহীদ হন। মুক্তিপাগল জনতা, ইপিআর ও আনসার বাহিনীর হাতে পর্যুদস্তু হয়ে ২৫ নং পাঞ্জাব রেজিমেন্ট ধ্বংস হয়। যার মাধ্যমে পাকহানাদার বাহিনীর সাথে জনযুদ্ধে প্রথম বিজয় অর্জিত হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার ময়না গ্রামে স্থাপিত স্মৃতিসৌধে পুস্পার্ঘ নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন ও নিরবতা পালন করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে শহীদ পরিবারের সদস্যরা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।এছাড়া শহীদদের আত্মার শান্তি কামনায় বিশষ মোনাজাতও করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আআওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালপুরের ময়না যুদ্ধদিবস পালন
মার্চ ৩১
০৬:০৯
২০২১