মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণাসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নওগাঁ জেলা পরিষদের সৌজন্যে উপজেলার ফেরিঘাট এলাকায় সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।
নওগাঁ জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসীন রেজার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা থানার ওসি শাহিনুর রহমান। এসময় ফেরিঘাট এলাকায় পথচারি, ভ্যান ও অটোচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শতাধিক মানুষের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোতাহার হোসেন বাবলু, মান্দা থানার উপপরিদর্শক জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ‘দেশে কারোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার ক্রমেই বাড়ছে। সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। জনগণকে সচেতন করতে প্রচার-প্রচারণাসহ সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।’
মান্দায় জেলা পরিষদের করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ
মার্চ ৩১
০৫:৫৭
২০২১