ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে উমার ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্র্যাকের কর্মপরিধি, মানবাধিকার, সালিশযোগ্য বিচার, অসহায়দের বিচার পাওয়ার অধিকার প্রতিবন্ধীদের সুরক্ষা ও মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক আবু সায়েম।
সভায় ব্র্যাকের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় অসহায়দের সালিশ-বিচার ও আদালতের মাধ্যমে আইনী সেবা প্রদান গ্রাম পর্যায়ে ব্যাপক সাড়া জাগিয়েছে, এতে অনেক ভুক্তভোগী সুবিচার পাচ্ছে বলে বক্তারা মতামত পোষণ করেন।
ধামইরহাটে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা
মার্চ ৩১
০৫:৫৬
২০২১