স্টাফ রিপোর্টার: রাজশাহী ম্যাচ ফ্যাক্টরী এলাকায় জমি জবর দখলের উদ্যেশ্যে সিমানা প্রাচীর ভাঙ্গার প্রতিবাদে ভুক্তভোগি পরিবার সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন জমির মালিক রাজশাহী মহানগরীর সিরোইল মঠপুকুর এলাকার মৃত তামশুরুদ্দীন মন্ডলের ছেলে আব্দুল বারী।
তিনি লিখিত বক্তব্যে বলেন, নগরীর সপুরা ম্যাচ ফ্যাক্টরী এলাকায় তপশীল- জেলা: রাজশাহী , থানা- পবা , হাল- শাহমখদুম , জেএল নং -৮১ , মৌজাঃ পবা, আর.এস খতিয়ান নং- ৩৩৩ , আর.এস দাগ নং- ১৫১১ , রকম- ভিটা , পরিমান- ০.০৮৮১ একর তাঁর ক্রয়কৃত সম্পত্তি রয়েছে। তিনি এই জমি নিজের নামে নামজারীও করেছেন।
কিন্তু এখন শিরোইল মোল্লামিল এলাকার জলিল এর ছেলে দুরুল (৫৫), দড়িখড়বোনা এলাকার মৃত হোসেন আলীর ছেলে আজগর (৬০), পবা নতুন পাড়া এলাকার সিয়াম আলীর স্ত্রী লাকি বেগম (৪৩) ও মৃত গোপাল হালদারের ছেলে সিয়াম আলী সূর্য (৫২) সহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জন মিলে গত বছরের অক্টোবর মাসে জোরপূর্বক সিমানা প্রাচীর ভেঙ্গে জমিতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি আমি জানতে পেরে তাৎক্ষণিক সেখানে গিয়ে বিবাদীদের জমিতে যেতে নিষেধ করেন। বিবাদীরা তার সাথে মারমুখী আচরণ করেন এবং তপশীল বর্ণিত সম্পত্তিতে এর পরে যদি তাঁকে পায় তাহলে খুন জখম করে লাশ গুম করার হুমকী প্রদান করেন বলে সম্মেলনে উল্লেখ করেন।
শুধু তাই নয় তারা সাফিনা বেগম নামে একজনকে দিয়ে তাঁকে হয়রানী করছে। ভূয়া দলিল নিয়ে সাফিনা বেগম তাঁর বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাঁর পক্ষে রায় পান বলে জানান বারী। কিন্তু ভূমিদস্যুরা এখনো এই জমি দখলের পাঁয়তারা করছে এবং হুমকী ধামকী অব্যাহত রেখেছেন বলে উল্লেখ করেন তিনি। জমি ও প্রাণ রক্ষায় তিনি আইনশৃংখলা বাহিনা ও ভূমি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন বারী। এসময়ে উপস্থিত ছিলেন বারীর চাচাতো ভাই হুমায়ুন কবীর ও ভাগ্নে জাফর আহম্মেদসহ আরো অনেকে।
রাজশাহীতে সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মার্চ ২৮
০৬:২৬
২০২১