
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাত ৮টায় এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন প্রক্রিয়া চলবে ২৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর আগে প্রথম ধাপে চুড়ান্ত আবেদন সম্পন্ন করেছে ১ লাখ ১হাজার ২৮৭ শিক্ষার্থী। শনিবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
চুড়ান্ত আবেদনের প্রথম ধাপটি গত ২৩ মার্চ দুপুর ১২ টা থেকে শুরু হয়ে ২৭ মার্চ বিকেল ৩টা পর্যন্ত চলে।
জানতে চাইলে অধ্যাপক বাবুল ইসলাম বলেন, চূড়ান্ত আবেদনের প্রথম ধাপের নির্ধারিত সময়সীমা শনিবার বিকেল ৩টায় শেষ হয়েছে। তিন ইউনিটে প্রথম ধাপের জন্য নির্ধারিত ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীর মধ্যে আবেদন করেছে ১ লাখ ১হাজার ২৮৭ জন শিক্ষার্থী। যার মধ্যে ‘এ’ ইউনিটে (মানবিক) ৩৫ হাজার ৬০৯ জন, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ২৭ হাজার ২৮৬ জন এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ৩৮ হাজার ৩৯২ জন শিক্ষার্থী আবেদন করেছে।
তিনি বলেন, নির্ধারিত সময় শেষে নিজ ইউনিটের চূড়ান্ত তালিকার পিছনে থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। দ্বিতীয় ধাপে আবেদন ২৭ মার্চ রাত ৮টা থেকে ২৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে প্রাথমিক আবেদনে ‘বি’ ইউনিটে শুধু বাণিজ্য শাখার শিক্ষার্থীদের নির্ধারিত আসনের কম আবেদন পড়ায় ৩১ মার্চ পর্যন্ত তারা আবেদনের সুযোগ পাবে বলে জানান আইসিটি পরিচালক।
সানশাইন/২৭ মার্চ/এলএইচ