স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো. সুলতান মাহমুদ সুমনের মাতা সুলতানা রোকেয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। বৃহস্পতিবার চেম্বারের সভাপতি মো. মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, নাসিমুল গণি খান টোটন, পরিচালক মো. ফরিদ উদ্দিন, মো. শাহাদৎ হোসেন বাবু, তানজিলুর রহমান, তৌরিদ আল মাসুদ, মো. সাদরুল ইসলাম, ড. মো. ফয়সাল কবির চৌধুরী, শেখ মো. রেজাউর রহমান দুলাল, রিয়াজ আহমেদ খান, এবিএম হাবিবুল্লাহ (ডলার), মো. বজলুর রহমান, হারুন-উর-রশিদ, মো. আব্দুল গাফফার, মো. মাসুম সরকার, মো. আসাদুজ্জামান রবি, মো. মতিউল হক, এসএম আইয়ুবসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবন্দের পক্ষে চেম্বারের সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির শোক
মার্চ ২৬
০৬:১৬
২০২১