
সানশাইন ডেস্ক : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও উত্তরা মোটরস এর মধ্যে জমি বরাদ্দের চুক্তি সম্পাদন হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও উত্তরা গ্রুপ অব কোম্পানিজ এর একটি প্রতিষ্ঠান উত্তরা মোটরসের মধ্যে জমি বরাদ্দের পরিপ্রেক্ষিতে গতকাল বেজা কার্যালয়ে লিজ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় ।
এই চুক্তির ফলে উত্তরা মোটরস বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, মিরসরাই-ফেনী অর্থনৈতিক জোনে ট্রান্স-এসজেডকে অটোমোটিভ লিমিটেড নামে সুজুকি গাড়ির সংযোজন কারখানা স্থাপনের এর জন্য ভূমি বরাদ্দ পেলো।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান, পবন চৌধূরী এর উপস্থিতিতে বেজার পক্ষে মো: মনিরুজ্জামান মহাব্যবস্থাপক (যুগ্ম সচিব) ও উত্তরা মোটরস এর পক্ষে মতিউর রহমান, চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক, উত্তরা মোটরস উক্ত চুক্তি স্বাক্ষর করেন্। এ সময় উত্তরা মোটরস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান উপস্থিত ছিলেন।