মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় একটি পিকআপসহ ৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের তামান্না কোল্ডস্টোরেজ এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুগুলো উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল লতিফের বলে নিশ্চিত করেছে পুলিশ। গরু মালিক আব্দুল লতিফ জানান, বসতবাড়ির খলিয়ান সংলগ্ন গোয়ালঘরটি রাতে তালাবদ্ধ করে রাখা হয়। বুধবার রাত ৪টার দিকে তালাকেটে গরুগুলো রাস্তায় দাঁড়ানো একচি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরেরদল। এসময় প্রতিবেশি বুলেট টের পেয়ে চিৎকার শুরু করলে আমিসহ আশপাশের লোকজন চুরির বিষয়ে জানতে পারি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, রাতের ডিউটি শেষে সাবাই এলাকা থেকে উপপরিদর্শক সুব্রত কুমার সঙ্গীয় ফোর্সসহ থানায় ফিরছিলেন। পথে জয়বাংলা মোড়ের অদুরে তামান্না কোল্ড স্টোরেজ এলাকায় সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি শুরু করেন। এসময় অবস্থা বেগতিক দেখে পিকআপের চালক ও সহযোগী পালিয়ে যায়। ওসি আরও জানান, ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মান্দায় পিকআপসহ তিনটি চোরাই গরু উদ্ধার
মার্চ ২৫
০৬:৪৯
২০২১