স্টাফ রিপোর্টার, বাগমারা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার প্রাক্কালে লোকজনকে সচেতন করা ও সুস্থ থাকার জন্য মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড জাকিরুল ইসলাম সান্টু।
মঙ্গলবার তিনি নিজ ইউনিয়ন বড়বিহানালী হাটে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দুই হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এ সময় সাথে ছিলেন, মুক্তিযোদ্ধা সোলাইমান আলী হিরু ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মাষ্টার, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র, সাবেক ইউপি মেম্বার আব্দুল জব্বার মন্ডল।
গতবছর করোনা মহামারি প্রখট আকার ধারন করলে আওয়ামী লীগ নেতা সান্টু দিনের পর দিন গোটা উপজেলাব্যাপি করোনা সুরক্ষা সামগ্রি মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ছাড়াও দরিদ্র জনগোষ্ঠির মাঝে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বাগমারায় আ’লীগ নেতা সান্টুর মাস্ক ও লিফলেট বিতরণ
মার্চ ২৫
০৬:৪১
২০২১