মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ক্ষেতমজুর সমিতির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিপিবি মান্দা শাখা কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে ক্ষেতমজুর সমিতি মান্দা শাখার সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এসএম ফজলুর রহমান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যুৎ ফৌজদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ক্ষেতমজুর সমিতি নওগাঁ শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সিপিবি মান্দা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান।
মান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মার্চ ২৫
০৬:৩৯
২০২১