স্পোর্টস ডেস্ক: ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ হারার পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিক ইকবাল ‘ম্যাচটি জেতা উচিত ছিল’ বলে জানিয়েছেন। হারের হতাশা নিয়ে তামিম বলেন, ‘আমাদের এই ম্যাচটি জেতা উচিত ছিল। বোলাররা সুযোগ তৈরি করেছিল। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। এমন পরিস্থিতিতে আমরা কালেভদ্রে ম্যাচ জিতি। তাই যখন এমন পরিস্থিতি আসে তখন আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা প্রতিটি কাজ শতভাগ করি।’
তিনি বলেন, ‘আমরা এখানে নিজেদের ক্রিকেটের উন্নতি নয়, ম্যাচ জিততে এসেছি। পরে সুযোগ আসলে তা ভালোভাবে কাজে লাগাতে হবে। ওয়েলিংটনে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে।’ টসে হেরে ব্যাট করতে নেমে তামিমের দায়িত্বশীল ৭৮ রানের ইনিংসের পর মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৭৩ রানের ইনিংস দলকে ২৭১ রানের পুঁজি এনে দিয়েছিলেন। বোলাররাও বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। কিন্তু অপয়া ক্যাচ মিসের ভুত এদিন মুশফিক-মেহেদিদের পিছু ছাড়েনি।
তারই খেসারত হিসেবে শেষ পর্যন্ত ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টিম টাইগারসদের। ক্রাইস্টচার্চের ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয় নিয়ে এক ম্যাচ হারে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। কঠিন সময়ে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ে বন্দরে পৌঁছে দিয়ে ম্যাচের নায়ক কিউই অধিনায়ক টম লাথাম। এছাড়া লক্ষ্য তাড়া করতে নেমে ডেভন কনওয়ে ৭২ ও জিমি নিশাম ৩০ রান করেন। ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
বোলাররা সুযোগ এনেছিল, কাজে লাগাতে পারিনি: তামিম
মার্চ ২৪
০৫:৪০
২০২১