
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ফাঁদে ফেলে জিম্মি করে রাখা হয়েছিল ৩৭ জন তরুণ-তরুণীকে। তাদের টাকা আটকে রেখে নতুন সদস্য সংগ্রহের করানো হচ্ছিল জোর করেই। পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে। এছাড়া এদের জিম্মি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার মেছপাড়া জিউপাড়া গ্রামের মৃত আবদুল মান্নান মণ্ডলের ছেলে মোহাইমিনুল হক মিনু (২৪), তার স্ত্রী শিলা বেগম (২০), নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামের আসলাম আলীর ছেলে শিমুর হোসেন (১৯) এবং রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার যষ্ঠিতলা মহল্লার রঞ্জন দাসের ছেলে রাকেশ দাস (৩০)।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মহানগরীর দক্ষিণ দড়িখড়বোনা এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি বাড়ি থেকে ৩৭ জন চাকরি প্রত্যাশী বেকার তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়। বোয়ালিয়া থানা পুলিশ এ অভিযান চালায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেনম গ্রেপ্তার চারজন বেস্ট ওয়ান মার্কেটিং এজেন্সী নামের একটি এমএলএম কোম্পানী চালু করেছিলেন। তারা চাকরি প্রত্যাশী প্রত্যেকের কাছ থেকে সিভিবাবদ ৫৬০ টাকা এবং কোম্পানীতে যোগদান বাবদ এককালীন ৩৬ হাজার টাকা নেন।
এর মধ্যে থাকা-খাওয়ার জন্য ১৮ হাজার টাকা এবং পণ্যসামগ্রী বাবদ আরও ১৮ হাজার টাকা। যারা টাকা দিয়েছিলেন তাদের জিম্মি করে নতুন সদস্য আনার কাজ করানো হতো। ভুক্তভোগী এক তরুণ এ ব্যাপারটি পুলিশকে জানায়। এরপরই অভিযান চালানো হয়।