স্টাফ রিপোর্টার : আজ (২২ মার্চ) রাজশাহী নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিপণন সংস্থা নর্দাণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড। গতকাল রোববার নেসকো’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবিবি-১ ও বিবিবি-৪ এর ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তনের জন্যই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, রাজশাহী কলেজ, তালাইমারী, রানীনগর, রামচন্দ্রপুর, হাদীস মোড়, কেদুর মোড়, বাসার রোড, টিকাপাড়া মিরেরচক, সাধুর মোড় এবং তৎসংলগ্ন এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে।
আজ বিদ্যুৎ বন্ধ থাকবে নগরীর যেসব এলাকায়
মার্চ ২২
০৪:৫৫
২০২১