স্পোর্টস ডেস্ক: প্রায় ২৫ দিন ধরে নিউজিল্যান্ডে গা গরম করছে টিম বাংলাদেশ। আগামীকাল মাঠে নামার পালা। ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ শনিবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়) শুরু হয়েছে ম্যাচটি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। ২৮ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুটি সিরিজের সময়সূচি ও ভেন্যু নিচে তুলে ধরা হলো-ওয়ানডে সিরিজ: ২০ মার্চ বাংলাদেশ সময় ভোর ৪টায় ডানেডিনে প্রথম ম্যাচ, ২৩ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচটি ২৬ মার্চ মার্চ বাংলাদেশ সময় ভোর ৪টায় ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজ: ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় হ্যামিলটনে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ ৩০ মার্চ বাংলাদশ সময় দুপুর ১২টায় নেপিয়ারে ও সফরের শেষ ম্যাচটি ১ এপ্রিল দুপুর ১২টায় অকল্যান্ডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড: কখন কোথায় কোন ম্যাচ
মার্চ ২০
০৭:৫০
২০২১