চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে অসহায় ও দরিদ্র তিন পরিবারের ৭টি ঘর বাড়ি আগুনে পুরোপুরি পুড়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। রান্না ঘরের আগুন থেকে এ আগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়ার তেররশিয়া গ্রামের মৃত মুঞ্জুর আলীর ছেলে এমরান আলীর ৩টি ঘর ও ১টি রান্না ঘর, ফজলু আলীর দুটি শোয়ার ঘরসহ ১টি রান্না ঘর এবং রুস্তম আলীর ছেলে মিন্টুর ১টি ঘর আগুনে ভষ্মীভূত হয়। এতে ৩ পরিবারের পরিবারের আসবাবপত্র, চাল, ধান, টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়ছে বলে ফায়ার সার্ভিসের সাব অফিসার সেরাজুল ইসলাম জানান।
এদিকে, ঘটনাটি জানতে পেরে শুক্রবার ঘটনাস্থলে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল হক।
এসময় এ আওয়ামী লীগ নেতা আগুনে ঘড় পোড়া তিন পরিবারের সদস্যদের বাড়ি বানিয়ে দেয়ার আশ্বাস দেন। এছাড়াও অসহায় মানুষগুলোর হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলি খাতুন, শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঘর পুড়লো দুস্থদের, নতুন বাড়ি দিবেন আ’লীগ নেতা
মার্চ ২০
০৭:৪৬
২০২১