স্টাফ রিপোর্টার : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নতুন কমিটির নির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাতে এনটিভি কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
যৌথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু। প্রথম পর্বে বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু আরটিজেএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি সংগঠনকে আরো গতিশীল ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান শ্যামল ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনিসহ নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি আমির ফয়সাল, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, সদস্য রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম খোকন, বিদায়ী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
পরে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরটিজেএ’র সভাপতি মেহেদী হাসান শ্যামল। সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনির সঞ্চালনায় সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে স্বোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া দ্রুত অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে কমিটির সদস্যদের পরিচিত ও সংগঠনের অস্থায়ী কার্যালয় নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দায়িত্ব নিলো আরটিজেএ’র নতুন কমিটি
মার্চ ২০
০৭:৪৫
২০২১