স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের ৪টি জেলার পৌরসভাগুলোর সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করবেন আগমী মঙ্গলবার। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট জেলার ছয়টি পৌরসভার ৮৩ জন নবনির্বাচিত মেয়র এবং সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলররা শপথ গ্রহণ করবেন। একই দিন রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপনির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানও শপথ নেবেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন। স্বাস্থ্যবিধি মেনে এদিন বেলা সাড়ে ১২টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে একজন উপজেলা চেয়ারম্যান ছাড়াও পৌরসভার ছয়জন মেয়র, ১৯ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর এবং ৫৮ জন সাধারণ আসনের কাউন্সিলর শপথ নেবেন।
মঙ্গলবার শপথ নিবেন আরো ৮৪ জন নির্বাচিত জনপ্রতিনিধি
মার্চ ১৯
০৬:১২
২০২১