স্টাফ রিপোর্টর, নাটোর: নাটোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে নাটোর রেল স্টেশনের অদূরে রেল গেটের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে গেটম্যানরা কর্তৃপক্ষকে জানায়। পরে সকালে রেল পুলিশ সদস্যরা এসে মরদেহ সুরতহাল করে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যায়।
সান্তাহার রেলওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। তার পরিচয় জানা যায়নি। তাকে রেলস্টেশন এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।
মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে জানান তিনি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা করা হয়েছে।
নাটোরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত
মার্চ ১৯
০৬:০৯
২০২১