স্পোর্টস ডেস্ক: পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। সবগুলো ম্যাচ হবে সিলেটে।
হোম সিরিজের জন্য বৃহস্পতিবার ২২ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে একাধিক জাতীয় দলের ক্রিকেটারও। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করা হয়েছে। দলে রয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ, পেসার জাহানারা আলম। সঙ্গে রয়েছেন মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা ও পান্না ঘোষের মতো অভিজ্ঞ ক্রিকেটার।
২৮ মার্চ বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় নামবে অতিথিরা। সেদিনই তারা চলে যাবে সিলেটে। প্রথম কোভিড টেস্ট হবে ওইদিনই। পরের তিন দিন অতিথিরা কোয়ারেন্টাইন করবে রোজ ভিউ হোটেলে। ৩১ মার্চ দ্বিতীয় কোভিড টেস্ট হবে। সবাই নেগেটিভ আসলে ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলবে অনুশীলন।
৪ এপ্রিলে প্রথম ওয়ানডে হবে। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। পরদিন সকালে ঢাকা ফেরার পর সেদিন সন্ধ্যার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার নারীরা দেশের উদ্দেশ্যে রওনা হবেন।
বাংলাদেশ ইমার্জিং দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুবায়া হায়দার ঝিলিক, ফারিয়া ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসকিনা টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা-তুল-কুবরা, রুমানা আহমেদ, সালমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ।
দ. আফ্রিকা ইমার্জিংয়ের বিপক্ষে জাহানারা, রুমানা
মার্চ ১৯
০৬:০৭
২০২১