স্টাফ রিপোর্টার, বাগমারা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ পৌরসভা-ইউনিয়ন একদিনের ক্রীকেট টুর্নামেন্ট ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে উপজেলা প্রশাসনসহ দুই পৌরসভা ও ১৬টি ইউনিয়ন অংশ গ্রহন করে। টুর্নামেন্টে গনিপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও শুভডাঙ্গা ইউনিয়ন রানার্স আপ হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মাহমাদুল হসান, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বিএমডিএর সহকারী প্রকৌশলী রেজাউল করিম, প্রকল্প গণিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম। খেলা আম্পায়ারের দায়িত্ব পালন করেন, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রাজু আহম্মেদ।
বাগমারায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এক দিনের ক্রিকেট টুর্নামেন্ট
মার্চ ১৭
০৬:২৮
২০২১